সংবাদ শিরোনাম
এই ঈদে অন্যতম জনপ্রিয় মোবাইল ইন্টারনেট ব্রাউজার ইউসি বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে বিশেষ এক গেম ‘লাইটেন দ্যা নিউ মুন’।
গেমটি খেলার জন্য নতুন সংস্করণের ইউসি ব্রাউজার থেকে গেম স্ক্রিনের নতুন চাঁদে ক্লিক করতে হবে। ক্লিকের ফলে ব্যবহারকারী কুরআনের আয়াত পড়তে পারবে এবং পরবর্তী ধাপ লাকি ড্রতে অংশগ্রহণের সুযোগ পাবে। লাকি ড্রয়ের মাধ্যমে ফোন রিচার্জ এবং হুয়াওয়ে স্মার্টফোন জেতার সুযোগও পাওয়া যাবে।
আলিবাবা বিজনেস গ্রুপের ইউসি ব্রাউজার চলমান রমজানের ক্যাম্পেইন হিসেবে ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেস্টের পাশাপাশি এই গেমের আয়োজন করে। লাইটেন দ্যা নিউ মুন নামের এই গেমটি একটি ওয়েব পেইজ ভিত্তিক গেম। পহেলা জুলাই ২০১৬ এ গেইমটি উন্মুক্ত করবে ইউসি ব্রাউজার।
আলিবাবা মোবাইল বিজনেস গ্রুপের ব্যবস্থাপক কেনি ইয়ে বলেন, আমরা ইসলামিক সংস্কৃতির ওপর ভিত্তি করে নতুন ধাঁচের এই গেইম তৈরি করেছি যার ফলে ব্যবহারকারীরা ঈদের নতুন চাঁদকে আলোকিত করে ইউসির উপহার নিয়ে আনন্দ আরও বাড়িয়ে নিতে পারবেন।
এই পদক্ষেপের মাধ্যমে বরাবরের মতো ইউসি বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারীদের চাহিদা এবং প্রত্যাশা পূরণ করতে পারবে বলেও মনে করেন কেনি ইয়ে।
এছাড়াও জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান ইউসি রামাদান প্রচারণার সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি তার ফেসবুকে এই বিষয়ে নিয়মিত ছবি পোস্ট করে সবাইকে ইউসি ব্রাউজার ব্যবহারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের রেপ্লিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর     « »     বিসিসিআইয়ের শক্তি কমলে দূর্বল হবে বাংলাদেশ: পাপন     « »     ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা ১৯ এপ্রিল     « »     সুপ্রিম কোর্টের ভাস্কর্য সড়ানো নিয়ে ফেসবুকে তোলপাড়     « »     জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে বৃহস্পতিবার শুরু বকেয়া সংগ্রহের উৎসব     « »     জাকির নায়েকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা     « »     পহেলা বৈশাখে মোটরসাইকেলে আরোহী ও ব্যাগ বহন না করতে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ     « »     পয়লা বৈশাখে আওয়ামী লীগের শোভাযাত্রা বাতিল     « »     নাসিরনগরে ক্ষতিগ্রস্থ ৫১ টি পরিবারকে ঢেউটিন ও অর্থ বিতরণ     « »     ১৭ দিন পর খুলল সিটিসেল     « »     জেলা পরিষদ নির্বাচন ২৮ ডিসেম্বর     « »     সিরিজের সঙ্গে শততম জয় বাংলাদেশের     « »