সংবাদ শিরোনাম
ঢাবি প্রতিনিধি: উপযুক্ত পরিবেশের অভাবে তরুণরা বিপদগামী হচ্ছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ‘দুর্জয় তারুণ্য- দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ স্লোগানে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান, ইংরেজি বিভাগের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম সহ টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত ইয়েস এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য, বিভিন্ন স্কুলের বিতার্কিক, টিআইবি কর্মীরা অংশ নেয়। এসময় তারা দুর্নীতি থেকে বিরত থাকার এবং সর্বগ্রাসী এই কালোশক্তিকে প্রতিহত করার অঙ্গীকার করেন। মানববন্ধন শেষে টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) ও টিআইবির যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৬’ এর উদ্বোধন করা হয়। ড. ইফতেখারুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের চেতনার একটি স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশের যে আত্মপরিচয় তার সঙ্গে জঙ্গিবাদ-উগ্রবাদ বা সাম্প্রদায়িকতার বিষয়গুলো মোটেই যায় না।
এ চেতনায় উদ্বুদ্ধ যে তরুণ সমাজ তারা অবশ্যই সেগুলোকে বর্জন করবে। মানুষকে সোচ্চার করবে। তরুণদের বিপদগামীতা থেকে বিরত রাখার দায়িত্ব মুক্তিযুদ্ধের প্রজন্মের লোকদেরই নিতে হবে। দায়িত্ব নিয়েই তরুণদের উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা সঠিক পথে ধাবিত হয় এবং জঙ্গিবাদের মতো অপকর্মে নিরুৎসাহিত হয়। তিনি বলেন, তরুণদের হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ। এ দেশের যতো ইতিবাচক অর্জন রয়েছে- রাজনৈতিক এবং সামাজিকভাবে সব অর্জনে নেতৃত্ব দিয়েছে তরুণরা। এরই ধারাবাকিতায় দুর্নীতি মতো সমস্যা কাটিয়ে উঠতে তরুণদের এগিয়ে আসতে হবে।
তাদেরকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যাতে সরকার এবং সরকারের বাইরে দুর্নীতি নিয়ন্ত্রণের কাজটি তাদেরকেই করতে হবে। অধ্যাপক আখতারুজ্জামান বলেন, দুর্নীতি একটি পিচাশবোধক প্রত্যয়। এটিকে প্রতিরোধ করার উপযুক্ত সময় হচ্ছে তারুণ্য। তরুণদের এগিয়ে আসার মাধ্যমেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব। অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, দুর্নীতি এমন একটি ব্যাধি যেটি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ডুকে গেছে। একাত্তরে তরুণরা যেভাবে ঝাপিয়ে পড়েছিল তেমনিভাবে যদি আজকের তরুণরা এগিয়ে আসে তাহলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব। দুর্নীতি প্রতিরোধের জন্য তরুণদের মহাপুরুষদের জীবনী জানা, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা, রোল মডেল খোঁজা এবং সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের রেপ্লিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর     « »     বিসিসিআইয়ের শক্তি কমলে দূর্বল হবে বাংলাদেশ: পাপন     « »     ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা ১৯ এপ্রিল     « »     সুপ্রিম কোর্টের ভাস্কর্য সড়ানো নিয়ে ফেসবুকে তোলপাড়     « »     জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে বৃহস্পতিবার শুরু বকেয়া সংগ্রহের উৎসব     « »     জাকির নায়েকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা     « »     পহেলা বৈশাখে মোটরসাইকেলে আরোহী ও ব্যাগ বহন না করতে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ     « »     পয়লা বৈশাখে আওয়ামী লীগের শোভাযাত্রা বাতিল     « »     নাসিরনগরে ক্ষতিগ্রস্থ ৫১ টি পরিবারকে ঢেউটিন ও অর্থ বিতরণ     « »     ১৭ দিন পর খুলল সিটিসেল     « »     জেলা পরিষদ নির্বাচন ২৮ ডিসেম্বর     « »     সিরিজের সঙ্গে শততম জয় বাংলাদেশের     « »