সংবাদ শিরোনাম
চলনবিলে নিখোঁজের চার ঘণ্টা পর বগুড়ার এক কলেজছাত্রের মরদেহ পাওয়া গেছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ইমরান আলী (১৯) নিখোঁজ হন। রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা লাশ উদ্ধার করেন।
ইমরান আলী বগুড়ার নন্দীগ্রাম উপজেলার খেংশহর গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং বগুড়া আজিজুল হক কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র।
ইমরানের সঙ্গে থাকা আবু সাঈদ জানান, তারা আট শিক্ষার্থী শুক্রবার বিকালে চলনবিলে বেড়াতে আসেন। তিসিখালি মাজার এলাকা থেকে নৌকায় করে ফেরার পথে বিকাল সাড়ে ৫টার দিকে ইমরান আলী গোসল করার জন্য পানিতে নামেন। এরপরই আর তাকে দেখতে পাওয়া যায়নি।
“আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সিংড়া থানার মাধ্যমে রাজশাহী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সেখান থেকে ডবুরি এসে রাত সাড়ে ৯টার দিকে চলনবিল থেকে ইমরান আলীর মরদেহ উদ্ধার করে।”
সিংড়া থানার এসআই আবু তাহের নিহতের সঙ্গীদের বরাত দিয়ে জানান, ইমরান আলী সাঁতার কাটতে পারতেন না। অল্প পানি ভেবে নৌকা থেকে গোসল করতে নেমে তলিয়ে যান তিনি।
শুক্রবার রাতেই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের রেপ্লিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর     « »     বিসিসিআইয়ের শক্তি কমলে দূর্বল হবে বাংলাদেশ: পাপন     « »     ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা ১৯ এপ্রিল     « »     সুপ্রিম কোর্টের ভাস্কর্য সড়ানো নিয়ে ফেসবুকে তোলপাড়     « »     জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে বৃহস্পতিবার শুরু বকেয়া সংগ্রহের উৎসব     « »     জাকির নায়েকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা     « »     পহেলা বৈশাখে মোটরসাইকেলে আরোহী ও ব্যাগ বহন না করতে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ     « »     পয়লা বৈশাখে আওয়ামী লীগের শোভাযাত্রা বাতিল     « »     নাসিরনগরে ক্ষতিগ্রস্থ ৫১ টি পরিবারকে ঢেউটিন ও অর্থ বিতরণ     « »     ১৭ দিন পর খুলল সিটিসেল     « »     জেলা পরিষদ নির্বাচন ২৮ ডিসেম্বর     « »     সিরিজের সঙ্গে শততম জয় বাংলাদেশের     « »