চট্টগ্রাম

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের সহায়তা

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৫ , ৫:০৬:৩৪ প্রিন্ট সংস্করণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের সহায়তা

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের পক্ষ থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড টেরিয়াল বাজার সংলগ্ন এলাকায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) সকালে সীতাকুণ্ড ফেদাইনগরস্থ কালা মিঞা চৌধুরী বাড়ির লুৎফা-জামাল নুরানি হাফিজিয়া এতিমখানা প্রাঙ্গণে কর্ণফুলী এলিটের উদ্যোগে ক্লাব টেমার লায়ন জিয়া উদ্দিন চৌধুরী পৃষ্ঠপোষকতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে গৃহনির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনসর্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহম্মদ জিল্লুর রহমান এমজেএফ, কনসর্ন জোন চেয়ারপারসন লায়ন নাজমুল হুদা এমজেএফ, আইপিপি লায়ন মো. মেজবাহ উদ্দিন, ক্লাব প্রেসিডেন্ট লায়ন নুরুল আকবর কাজল, ক্লাব সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, লায়ন হাবিবুর রহমান, লায়ন শহীদুল ইসলাম শহীদ, লায়ন আনোয়ারা বেগম, সাকিল উদ্দিন চৌধুরী প্রমুখ।

আরও খবর

Sponsered content