শিক্ষা

অনলাইনে একাদশ শ্রেণির ক্লাস শুরু রোববার

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ১:৪৫:৩৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

একাদশে অনলাইন ক্লাস আগামীকাল রোববার (৪ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। করোনার প্রভাবে শ্রেণিকক্ষে আপাতত পাঠদান সম্ভব না হাওয়ায় শিক্ষার্থীদের নির্বিঘ্নে লেখাপড়ার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

জানা গেছে, আগামী ৪ অক্টোবর সকাল ১০টায় ঢাকা কলেজে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশে অনলাইন ক্লাস উদ্বোধন করবেন।

গত ৯ আগস্ট থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।  আগের বছরগুলোতে ১ জুলাই থেকে ক্লাস শুরু হলেও এবার করোনাভাইরাস মহামারির মধ্যে বিলম্বে শিক্ষার্থী ভর্তি করা হয়।

আরও খবর

Sponsered content