বাংলাদেশ

অনেক দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম কম: তথ্যমন্ত্রী

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২২ , ৫:০৫:৫৬ প্রিন্ট সংস্করণ

ড. হাছান মাহমুদ- ফাইল ছবি

ভোরের দর্পণ ডেস্কঃ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাধ্যমে আশপাশের দেশের সাথে মূল্য সমন্বয় করা হয়েছে। তবু অনেক দেশের তুলনায় এখনো দর কম আছে। এমনটি জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (৬ আগস্ট) দুপুরে টিএসসিতে শেখ কামালের জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, ভারতে আগে থেকেই জ্বালানি তেলের দাম বেশি, তাই সীমান্ত দিয়ে পাচার হচ্ছিল।
তথ্যমন্ত্রী আরও বলেন, প্রতি কিলোমিটারে যাত্রী পরিবহনে খরচ বাড়বে ২৯ পয়সা। পরিবহনসহ সব খাতের মানুষের সাথে বসে সরকার এই সমস্যার সমাধান করবে বলেও জানান তিনি।

এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি বলছে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে; অথচ বাংলাদেশ শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছে। আসলে বিএনপি চায় বাংলাদেশ শ্রীলংকা হোক। সেজন্য সব সময় হাউকাউ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এসব নিয়ে সরব হতে ছাত্রলীগের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ছাত্রলীগের হাতে বই তুলে দিয়েছেন আর খালেদা জিয়া ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছে।

আরও খবর

Sponsered content