প্রতিনিধি ১০ জুন ২০২৪ , ৩:২৮:২৩ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ ২ যুগ ধরে বাংলাদেশ ব্যাংকে নিজস্ব অফিসার পদ থেকে শুরু করে পরবর্তীতে উপ-পরিচালক, যুগ্ম পরিচালক এবং অতিরিক্ত পরিচালকের পদগুলোতে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করার ফলে এখন পরিচালক পদে পদোন্নতি পেলেন খ্যাতনামা অভিনেতা টুটুল চৌধুরী।
সোমবার সকালে এই যোগদানের বিষয়ে নিশ্চিত করেন তিনি। এরআগে রোববার সকালে বাংলাদেশ ব্যাংকের এক অফিস আদেশে এই পদে যোগ দেন তিনি। এই পদোন্নতিতে তার শুভাকাঙ্ক্ষী সহ বিনোদন প্রেমীদের মাঝে এক প্রকার খুশীর ঢল নামে এবং তার আগামী দিনগুলোর মঙ্গল কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে অনেকের প্রত্যয়ও ব্যাক্ত করতে দেখা গেছে।
১৯৯৯ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে শুরু হয় তার কর্মজীবনের পথচলা। এরপর তিনি উপ-পরিচালক, যুগ্ম- পরিচালক, অতিরিক্ত পরিচালক পদগুলোতে দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে কর্মরত ছিলেন। এখন তিনি পঞ্চম ধাপে পদন্নোতি পেয়ে পরিচালক হয়েছেন।
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি দুর্বলতা থাকায় তিনি কর্মজীবনের পাশাপাশি অভিনয় জগতে মঞ্চ থেকেই তার পথচলা শুরু হয়। পর্যায়ক্রমে প্রায় ৫ শতাধিক টিভি নাটকে অভিনয় করেন তিনি। এরপর থেকে তাকে আরে পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০২২ সালে অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। তার আরেক ছবি ‘কানামাছি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে বকুলপুর, প্রবাসী পরিবার, জাদুনগরসহ আরও একাধিক সিরিয়ালে তিনি অভিনয় করে যাচ্ছেন তিনি।
ব্যাংকার এবং অভিনয়ের পাশাপাশি টুটুল চৌধুরী একজন শিক্ষা উদ্যোক্তা। তিনি সহজপাঠ নামের একটি ভিন্নধর্মী পাঠদান উপযোগী একটি স্কুল গড়ে তোলেন।
এবিষয়ে খ্যাতনামা অভিনেতা টুটুল চৌধুরী বলেন, প্রচন্ড ভালোলাগা নিয়ে বাংলাদেশ ব্যাংকের চাকরিতে যোগ দিয়েছিলাম। আমার সেই ভালোলাগা এখনও আছে। আমি যেমন প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক, তেমনই প্রতিষ্ঠানও আমাকে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে দিচ্ছেন। প্রতিষ্ঠানের সহকর্মীদের কারণেই এ রকম একটি চ্যালেঞ্জিং পেশায় থেকেও অভিনয়টা চালিয়ে যেতে পারছি। সবার সহযোগিতা থাকলে আরও এগিয়ে যেতে চাই। সুস্থ শরীরে যেন আরও ভালো কিছু উপহার দিতে পারেন এই জন্য দর্শক সহ সকলের দোয়া কামনা করেন তিনি।