চট্টগ্রাম

অভিভাবকরা সচেতন হলে শিক্ষার্থীরা অকৃতকার্য হবেনা : আসলাম চৌধুরী

  প্রতিনিধি ১৮ মে ২০২৫ , ৪:৪৯:২৫ প্রিন্ট সংস্করণ

অভিভাবকরা সচেতন হলে শিক্ষার্থীরা অকৃতকার্য হবেনা : আসলাম চৌধুরী

শিক্ষার্থীদের কম করে দুই ঘন্টা বাসায় পড়তে হবে। এতে অন্তত কোনো শিক্ষার্থী অকৃতকার্য হবে না। অভিভাকদের সচেতন হতে হবে সন্তানের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে। যার যার অবস্থান থেকে ইতিবাচক দায়িত্ব পালন করতে হবে।

স্কুলের উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উদ্যোগ গ্রহন করা হবে। ভাল শিক্ষাঙ্গন নিশ্চিতে সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

রবিবার (১৮ মে) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্তগুলো কথা বলেন।

স্কুলের এডহক কমিটির সভাপতি মাহবুব ই খোদা মোর্শেদ এর সভাপতিত্বে ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাউদুল ইসলাম ও সহকারী শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আলী আকবর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন, ছলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর, সদস্য সচিব খ.ম নাজিম উদ্দিন, সাবেক সদস্য সচিব নুরুল আজম, ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক সালামত আলীসহ উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content