প্রতিনিধি ২ অক্টোবর ২০২০ , ৭:১২:৩৩ প্রিন্ট সংস্করণ
নওয়াপাড়া প্রতিনিধি : অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর ভবদহের জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন । গত বৃহস্পতিবার ভবদহের ২১ ভেন্ট ¯øুইস গেট, টেকা নদী, পায়রা, চলিশিয়া ও সুন্দলী ইউনিয়নের জলাবদ্ধ এলাকা পরিদর্শন ও পানিবন্দি অসহায় মানুষের সাথে কথা বলেন তিনি। দ্রæত সময়ের মধ্যে পানি অপসারণে কাজ করা সহ মানুষের পাশে থাকার আশ্বাস দেন। সন্ধ্যায় উপজেলার যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন আমডাঙ্গা খালের ¯øুইস গেট পরিদর্শন করেন। দিনব্যাপী পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁন, প্রকৌশলী কামরুল ইসলাম সরদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর, চলিশিয়া ইউপি চেয়ারম্যান নাদির মোল্যা, সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, প্রেমবাগ ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, চেয়ারম্যান কার্যালয়ের সিএ হুমায়ন কবির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক জিএম মনিরুজ্জামান মনি, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত, কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাজ, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য রুবেল হোসেন, রিপানুল ইসলাম প্রমুখ।