প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১২:৩৮:৩২ প্রিন্ট সংস্করণ
ইবি প্রতিনিধি : বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে থেমে গেছে স্বাভাবিক জনজীবন। দেশের বিভিন্ন স্থানে চলছে লকডাউন। নিজ নিজ গৃহে থাকতে বলা হচ্ছে সবাইকে। ফলে ভোগান্তিতে পড়েছে দিন মজুর ও খেটে খাওয়া মানুষগুলা। এসকল অসহায় দরিদ্র মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
অসহায় এসব মানুষের জন্য 'যার যা প্রয়োজন নিয়ে যান' এমন ব্যানার নিয়ে 'ফ্রি সবজি বাজার'র আয়োজন করেছেন তারা। যেখান থেকে নিম্ন আয়ের মানুষগুলো যার যতটুকু প্রয়োজন বিনামুল্যে নিতে পারবেন। নিজেদের অর্থায়নে বিভিন্ন জায়গা থেকে সবজি সংগ্রহ করে পথে পথে বিতরণ করছেন নেতাকর্মীরা।
সোমবার শাখা ছাত্রলীগের কর্মীবৃন্দের ব্যানারে ক্যাম্পাসের পাশ্ববর্তী শহর কুষ্টিয়ার বিভিন্ন স্থানে এ তারা এ সেবা দেন। শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালনের নেতৃত্বে এ কার্যক্রম চালান ছাত্রলীগ নেতাকর্মীরা। প্রথম দিনে প্রায় ৮০ মন সবজি বিতরণ করা হয়। যতদিন দেশের এমন অবস্থা থাকবে ততদিন অসহায় মানুষদেরকে এ সেবা প্রদান করবেন বলে জানান তারা।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষকে নিরাপদ রাখার লক্ষ্যে দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের কারণে সমাজের অসহায় মানুষদের যেন না খেয়ে থাকতে হয়। সেজন্য অসহায় মানুষের সেবাই আমরা ইবি ছাত্রলীগের সাধারণ কর্মীরা রাস্তায় রাস্তায় বিনামূল্যে সবজি বিতরণ করছি।'