প্রতিনিধি ৭ মে ২০২০ , ৮:৫৯:২৮ প্রিন্ট সংস্করণ
হাওরাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশের করোনা ভাইরাস পরিস্থিতিতে সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার ৮০০ অসহায় সীমান্তবতী হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করছেন নেত্রকোণা ব্যাটালিয় (৩১ বিজিবি)।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কতৃক জেলার কলমাকান্দা উপজেলা ৮ নং রং ছতি ইউনিয়নের শিংকাটা নামক স্থানে এবং সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলা মধ্যনগর থানা সীমান্ত বর্তী কর্মহীন ও দুঃস্থ পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর উপ অধিনায়ক মেজর নূরউদ্দিন মাকসুদ, এইমি, চেয়ারম্যান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পাঁচ গাও কোম্পানী সদরে উপস্থিত ছিলেন। সীমান্ত বর্তী পাঁচ গাও ২৩০ টি পরিবারসহ গত ০৪ ও ০৫ ২০২০ তারিখে ৫ টি বিজিবি কোম্পানী হত দরিদ্র ৮০০ পরিবারের মাজে ত্রাণ বিতরণ করেন।