প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৪ , ৬:০২:৫৪ প্রিন্ট সংস্করণ
কেউ অসাধু ব্যবসায় নিজেকে নিয়োজিত করবেন না, অধিক মুনাফার আশায় পণ্য মজুদ করে ভোক্তাদের তথা জনসাধারণকে কষ্ট দিবেন না, এটা কোন ধর্ম সমর্থন করে না।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টায় কোটালীপাড়া পৌর কিচেন মার্কেটে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃক আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রনে স্থানীয় ব্যবসায়ী ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহিনুর আক্তার। এ সময় বক্তব্য রাখেন- ঘাঘর বাজার বনিক সমিতির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, পৌর কিচেন মার্কেট কমিটির সাধারণ সম্পাদক বশির বিন সামসুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম তালুকদার, সামাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ। অন্যদের মধ্যে গোপালগঞ্জ জেলা গণপূর্ত অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী , সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত, সহকারী কমিশনার মোঃ সেবগাতুল্যাহ, উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান, বনিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, পৌর মার্কেট কমিটির সভাপতি জুয়েল শেখ, পৌর সচিব পিযুষ কান্তি বিশ্বাস, পৌর কমিশনার ফিরোজ শেখ, জয়নাল শেখ সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী, ব্যবসায়ীবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি পৌর কিচেন মার্কেটের বিভিন্ন দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। বিকালে জেলা প্রশাসক উপজেলা পরিষদের হলরুম লাল শাপলায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও ছিন্নমূলদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
এর আগে সকালে কোটালীপাড়া থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। সেখানে পৌঁছালে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।