প্রতিনিধি ৩ নভেম্বর ২০২০ , ১১:৪৬:০৯ প্রিন্ট সংস্করণ
সোমবার (২ নভেম্বর) শহরটির কেন্দ্রস্থলে ইহুদী সম্প্রদায়ের এক উপাসনালয়ের সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে। এসময় পুলিশের গুলিতে এক বন্দুকধারী নিহত হয়।
পুলিশ জানায়, অন্তত ছয়টি স্থানে একইসময় হামলা চালানো হয়। সব হামলাকারী আটক না হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ওই এলাকায় অবস্থান না করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হামলার সময় ওই উপাসনালয়টি বন্ধ থাকায় সেটিকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে এটিকে সন্ত্রাসী হামলা বলেই অ্যাখ্যা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।