বাংলাদেশ

অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো জামায়াত নেতাদের 

  প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৪৬:৪৭ প্রিন্ট সংস্করণ

অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো জামায়াত নেতাদের 

ঢাকায় অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পোবকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল। 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

বৈঠকের বিষয়ে জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, আজ তাদের মধ্যে মধ্যে এই বৈঠক হয়েছে। সাক্ষাৎকালে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকা ও জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সামগ্রিকভাবে বাংলাদেশে জামায়াতে ইসলামী যে ভূমিকা পালন করেছে, তাতে অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন। তিনি অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের কর্মদক্ষতার প্রশংসা করেন এবং তাদের সুযোগ- সুবিধা বৃদ্ধির ব্যাপারে অস্ট্রেলিয়ান সরকার আরও কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন। এ সময় তারা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

আরও খবর

Sponsered content