চট্টগ্রাম

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চন্দনাইশে এক বেকারিকে জরিমানা

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৪ , ৩:৩৫:০০ প্রিন্ট সংস্করণ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চন্দনাইশে এক বেকারিকে জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরী এবং উৎপাদন ও মেয়াদ এর তারিখ ব্যতীত পণ্য বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ‘বার আউলিয়া বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর হাশিমপুর ছৈয়দাবাদ এলাকায় চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, চন্দনাইশ থানা পুলিশের একটি টিম এবং ভূমি অফিসের কর্মচারীগণ সহায়তা করেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, “প্রতিষ্ঠানটি নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরী  এবং উৎপাদন ও মেয়াদ এর তারিখ ব্যতীত বেকারী পণ্য বিক্রি করে আসছিলেন, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে অভিযান অব্যাহত থাকবে।”

আরও খবর

Sponsered content