প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২১ , ৭:০৫:১০ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক:
দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে ভুগছেন বাংলাদেশ দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। টিউমারটি ক্যান্সারে পরিণত হওয়ার পর থেকে দেশে ও দেশের বাইরে চিকিৎসাও নিয়েছেন তিনি। প্রায় তিন বছর ধরে লাখ লাখ টাকা ব্যয় করেও সুস্থ হননি তিনি।
কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন রুবেল। তারপর রাজধানীর ইউনাইটেড হাসপাতে ভর্তি করা হয় তাকে। সেখানে অবস্থা আরও অবনতি হওয়ায় আজ বুধবার সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয়। রুবেলের স্ত্রী ফারহানা চৈতি তথ্যটি নিশ্চিত করেছেন।
ফারহানা চৈতি জানান, পূজার ছুটির কারণে হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার নেই। ডিয়োটিরত চিকিৎসকরা সকাল থেকে তার টিটমেন্ট করতেছেন। অবস্থা বেশি খারাপ হওয়ায় সন্ধ্যায় আইসিইউতে নেয়।