প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ৫:২৭:৩৪ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্কঃ
ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) ওয়ার্ল্ড ফাইনালস ২০২২ আয়োজনের জন্য বিগত ১৬ই অক্টোবর, ২০২২ ইং তারিখে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর প্রধান পরিচালন কর্মকর্তা (ব্র্যান্ড এন্ড মার্কেটিং) জনাব এম. এম. জসীম উদ্দীন, জেনারেল ম্যানেজার (একাউন্ট এন্ড ফাইন্যান্স) জনাব এস. এম মনিরুল ইসলাম পলাশ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর সচিব জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালস ২০২২ এবং উক্ত আয়োজনের ভেন্যু হিসেবে ভূমিকা পালন করবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)।