প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ৬:১৮:৫৭ প্রিন্ট সংস্করণ
জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতার করা একটি ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় কারাবন্দী সাংবাদিক মনিরুজ্জামান লিমন অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিনের আদালত থেকে তাঁর জামিন মঞ্জুর করা হয়। আজ বিকালেই তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেছেন।
জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার সময় সাংবাদিক লিমনকে বকশীগঞ্জ সাংবাদিক সমাজের সদস্যরা ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান। এ সময় তাঁকে বেশ স্বস্তিতে দেখা যায়।
বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের বকশীগঞ্জ প্রতিনিধি মনিরুজ্জামান লিমন গত ২৪ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আইনজীবী ইসমাইল সিরাজী তাঁর আপন বোন স্বপ্না বেগমের সঙ্গে জমিজমা বিরোধের জের ধরে গত ২১ জুলাই জামালপুর কোর্টে একটি চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। সাংবাদিকদের অভিযোগ, পারিবারিক এই বিরোধের জেরে ভগ্নিপতির ভাই হিসেবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিক লিমনকে মামলায় আসামি করা হয়েছিল।
সাংবাদিক লিমনের জামিনের খবরে বকশীগঞ্জের সাংবাদিক সমাজে স্বস্তি ফিরে এসেছে। মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর কারামুক্তির দাবিতে বকশীগঞ্জের সাংবাদিক সমাজ এর আগে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছিল।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু বলেন, “আমরা শুরু থেকেই বলে আসছিলাম, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক। আদালতের কাছে আমরা কৃতজ্ঞ যে, একজন নির্ভীক সাংবাদিকের স্বাধীনতা নিশ্চিত হলো। অবিলম্বে আমরা এই মামলা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
মুক্তি পেয়ে মনিরুজ্জামান লিমন তাঁর পাশে দাঁড়ানোর জন্য বকশীগঞ্জের সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

















