প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২০ , ৫:৩৮:৪৯ প্রিন্ট সংস্করণ
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় এক অষ্টম শ্রেণীর ছাত্রী গত ২১ এপ্রিল অপহরন হয়। ছাত্রী মা থানায় লিখিত অভিযোগ দিলেও মামলা হয়নি এবং ৯ দিনে উদ্ধায় হয়নি ওই ছাত্রী।
অভিযোগ সূত্র ও অপহৃতা ছাত্রীর মাতা রুনু বেগম সাংবাদিকেদের জানায়, উপজেলার রতœপুর ইউনিয়নের চাউকাঠি গ্রামের প্রবাসী ইমরান হাওলাদারের মেয়ে রুকাইয়া আক্তার (হাজী এমএ রশিদ বিদ্যালয়ের) অষ্টম শ্রেনীর ছাত্রী গত ২১ এপ্রিল পার্শবর্তী কালকিনি উপজেলার ডাসার থানার গোপালপুর গ্রামের আজগর বেপারীর পুত্র এমদাত বেপারী বাড়ী থেকে তুলে নিয়ে যায়। এব্যাপারে আমি (ছাত্রীর মা) বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। নয় দিনে উদ্ধায় হয়নি আমার মেয়ে (ওই ছাত্রী)।
ছাত্রীর মাতা রুনু বেগম সাংবাদিকেদের কাছে আরো বলেন, থানা পুলিশের এসআই মো. মনির হোসেনের কাছে লিখিত দিলেও আমার ময়েকে উদ্ধার করেন নাই।
স্থানীয় সূত্রে জানাগেছে. এমদাত বেপরী তার মামা বাড়ী আগৈলঝাড়া বাসাইল গ্রামে থাকতো। এমদাতের মামা বাড়ী ও রুকাইয়া আক্তার এর খালা বাড়ী একই বাড়ি। সেই সুবাধে রুকাইয়া আক্তারের প্রায় ৪বছর পূর্বে পরিচয় হয়। পরিচয়ের পর থেকে রুকাইয়া আক্তারের প্রেমের প্রস্থাবদেয় তাতে রাজি না হওয়াতে গত ২১ এপ্রিল রুবাইয়াকে এমদাত বেপারী বাড়ী থেকে তুলে নিয়ে যায়।
এব্যাপারে অভিযুক্তর এমদাত বেপারীর পিতা আজগর বেপারী জানান, আমার ছেলে মেয়েকে আনছে এটা সত্য। ওই মেয়ের সাথে আমার ছেলের প্রেমের আছে। এব্যাপরে গোপাল পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর জানান, এমদাত বেপারীর কাছে এই মেয়ে আছে এটা আমরা জানি।
এব্যাপারে আগৈলঝাড়া থানা পুলিশের এসআই মো. মনির হোসেন সাংবাদিকদের জানায়, ছাত্রীর মা একাটা অভিযোগদিয়েছে আমার কাছে। এখনও মামলা হয়নি ।