প্রতিনিধি ৭ জুন ২০২০ , ৬:৩৭:০১ প্রিন্ট সংস্করণ
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় পূত্রবধুর নারী নির্যাতন আইনের মামলায় রোববার শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে রোববার সকালে বরিশাল আদালতের হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও আগৈলঝাড়া থানার এসআই শাহাবুদ্দিন সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামে কুয়েত প্রবাসী জামাল গাজীর স্ত্রী রাবেয়া বেগমকে যৌতুকের জন্য প্রায়ই শাররিক নির্যাতন করত শ্বশুর মো.খলিলুর রহমান গাজী ও তার পরিবারের সদস্যরা।
সর্বশেষ শনিবার বিকেলে পূত্রবধূকে ঘরে আটক করে পুনরায় যৌতুকের জন্য নির্যাতন করে শ্বশুর খলিলুর রহমান। এ ঘটনায় নির্যাতিতা রাবেয়া বেগম বাদী হয়ে শ্বশুরসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০(সংশোধনী/২০০৩)এর ১১(গ)/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলা যার নং–৪,।
মামলার আসামী শ্বশুরখলিলুর রহমান গাজী (৭০)কে এসআই শাহাবুদ্দিন গ্রেফতার করেন রোববার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।