দেশজুড়ে

আগৈলঝাড়ায় পূত্রবধুর নারী নির্যাতন মামলায় শ্বশুর গ্রেফতার

  প্রতিনিধি ৭ জুন ২০২০ , ৬:৩৭:০১ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় পূত্রবধুর নারী নির্যাতন আইনের মামলায় রোববার শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে রোববার সকালে বরিশাল আদালতের হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে প্রেরন করা হয়েছে।

স্থানীয় আগৈলঝাড়া থানার এসআই শাহাবুদ্দিন সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামে কুয়েত প্রবাসী জামাল গাজীর স্ত্রী রাবেয়া বেগমকে যৌতুকের জন্য প্রায়ই শাররিক নির্যাতন করত শ্বশুর মো.খলিলুর রহমান গাজী তার পরিবারের সদস্যরা।

সর্বশেষ শনিবার বিকেলে পূত্রবধূকে ঘরে আটক করে পুনরায় যৌতুকের জন্য নির্যাতন করে শ্বশুর খলিলুর রহমান। ঘটনায়  নির্যাতিতা রাবেয়া বেগম বাদী হয়ে শ্বশুরসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় থানায় নারী শিশু নির্যাতন দমন আইনের ২০০০(সংশোধনী/২০০৩)এর ১১()/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলা যার নং,

মামলার আসামী শ্বশুরখলিলুর রহমান গাজী (৭০)কে এসআই শাহাবুদ্দিন গ্রেফতার করেন রোববার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

আরও খবর

Sponsered content