দেশজুড়ে

আগৈলঝাড়ায় প্রথম করোনা রোগীর মৃত্যু, দাফন সম্পন্ন করলো আল-মদিনা যুবসমাজ

  প্রতিনিধি ১৬ মে ২০২০ , ৭:৫৭:৫৬ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় প্রথম এক করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে তাকে দাফন সম্পান্ন করলেন উপজেলা বারপাইকা আলমদিনা যুবসমাজ ওই সংগঠনকে সরকারিভাবে শুধুমাত্র দুটি সুরক্ষা পোষাক (পিপিই) দেওয়া হয়েছে

আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বখতিয়ার আলমামুন জানান, উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামের কাজী এনামুল হকের ছেলে কাজী রুমান হোসেন (৩৬) ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতো তিনি ঢাকায় বসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেলে ভর্তি হলে শুক্রবার সকালে মারা যায় শুক্রবার রাতেই মৃত্যু কাজী রুমান এর গ্রামের বাড়ি  বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামের  বারপাইকা আলমদিনা যুবসমাজ নামের একটি সামাজিক সংগঠন দাফন সম্পন্ন করে

ওই সংগঠনের সভাপতি মো. নাসির উদ্দিন শাহ এর নেতৃত্বে বেলাল আহম্মেদ সলেহি, মিরাজ শাহ, জুয়েল শাহ, বশির শাহ, মুমিন শাহ দাফন সমপর্ন করেন

বারপাইকা আলমদিনা যুবসমাজ সংগঠনের সভাপতি মো. নাসির উদ্দিন শাহ জানান, স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের শুধুমাত্র দুটি  সুরক্ষা পোষাক (পিপিই) দেওয়া হয়েছে বাকি চারটি সুরক্ষা পোষাক (পিপিই) তাদের ক্রায় করতে হয়েছে সরকারের কাছে তারা সম্পূর্ন সুরক্ষা ব্যাবস্থা পাওয়ার জন্য দৃষ্টি আর্কশন করেছে

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আলমামুন করোনা রোগীর দাফনের সত্যতা স্বীকার করে আরো বলেন স্বাস্থ্য বিভাগ থেকে বারপাইকা আলমদিনা যুবসমাজকে দুইটি সুরক্ষা পোষাক (পিপিইদেওয়া হয়েছে করোনা আক্রান্ত মৃত্যু রোগীর সাথে যারা ছিলেন তাদের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি

আরও খবর

Sponsered content