দেশজুড়ে

আগৈলঝাড়ায় লাল তীর কোম্পানীর মাঠ দিবস পালন

  প্রতিনিধি ১৬ মে ২০২০ , ৬:৩১:১১ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় লাল তীর সীড লিমিটেড এর ধানের মাঠ দিবস পালন করা হয়েছে উপজেলার রতœপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামে চাষী কালীপদ লাল তীর সীড লিমিটেড এর সুগন্ধী হাইব্রীড গোল্ডেন এর ধান চলতি বছর রোপন করেন ওই ক্ষেতে ধানের বাম্পার ফলন হয়েছে

শুক্রবার বিকেলে ওই ক্ষেতের ধান দেখতে এসে কেটে মাঠ দিবস পালন করেন লাল তীর সীড লিমিটেড এর ডিভিশনাল ম্যাজেনার কৃষিবীদ বদরুল আলম, রিজিওনাল ম্যানেজার মো.ইমরাত হোসেন রুবেল, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মনোতোষ সরকার, পিডিএস রাজিব শিকদার, তৌহিদুজ্জামান, রানা হাওলাদারসহ স্থানীয় কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন

চাষীর ক্ষেতে এক শতাংশ জমিতে একমন ধানের ফলন হয়েছে বলেন কর্মকর্তারা এই জন্য চাষী কালীপদ হালদারকে পুরুস্কৃত করা হয়েছে কোম্পানীর পক্ষ থেকে একই এলাকায় আরো ৪জনে এই ধান রোপন করে ভাল ফলন পেয়েছেন এই সময় চাষী কালীপদ হালদার বলেন, লাল তীর সীড লিমিটেড এর সুগন্ধী হাইব্রীড গোল্ডেন ধান রোপন করে ক্ষেতে ভাল ফলন পেয়েছি এক কড়ায় দুই মন ধান হয়েছে অন্য কৃষক কৃষানীদেরকেও এই ধান চাষের জন্য উৎসাহিত করা হয়েছে

আরও খবর

Sponsered content