প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১২:৪৪:৩৬ প্রিন্ট সংস্করণ
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : মহামারি নোভেল করোনাভাইরাসের কারণে মানুষ ঘর বন্দি হয়ে পরেছে। আর দিনমজুর কর্মহীন মানুষ তাদের কাজ বন্ধ থাকায় তারা খাবার সংকটে পরেছে। আসহয় ও কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঘরে খাবার পৌছে দিচ্ছে “আগৈলঝাড়া সমদ্দার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ”।
হাইকোর্ট অ্যাডভোকেট স্নেহাশীষ সমদ্দার সাংবাদিকদের জানায়, বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা এলাকার হতদরিদ্রো কর্মহীন মানুষের দারে দারে আগৈলঝাড়া সমদ্দার ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র পক্ষ্য থেকে খাবার সরবরাহ করা হচ্ছে। খাবারে যা থাকছে, চাল, ডাল, তৈল, আটা, আলু, পেঁয়াজ, সাবান।
অ্যাডভোকের্ট স্নেহাশীষ সমদ্দার তিনি নিজে বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছেদিচ্ছে। স্নেহাশীষ সমদ্দার আরো বলেন, আমাদে সাধ্যমতো আমরা যতটুকোপারছি চেষ্ট করছি মানুষেুর জন্য। আমাদের সমদ্দার ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর পক্ষ থেকে এই সহযোগিতা করা অব্যহত থাকবে মানুষের জন্য।