রাজধানী

আঘাত হেনেছে বছরের প্রথম কালবৈশাখী

  প্রতিনিধি ১৩ মার্চ ২০২১ , ৬:২১:২০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বছরের প্রথম কালবৈশাখী আঘাত হেনেছে রাজধানী ঢাকাসহ দেশের ৬ জেলায়। হচ্ছে থেমে থেমে বৃষ্টি। সঙ্গে রয়েছে বাতাসের দাপটও। ঢাকায় ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার গতিতে বাতাস বইছে। 

শনিবার (১৩ মার্চ) বৃষ্টি শুরুর আগে বাতাসের সঙ্গে ধুলা ঝড় বয়ে যায় রাজধানীর উপর দিয়ে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বছরের প্রথম কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে সাভারে। আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টার মধ্যে এটি ঢাকায় পৌঁছাবে। এ সময় বাতাসের গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার। কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও শীলাসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হওয়ায় বেসরকারি টেলিভিশনের এক ক্যামেরা পার্সনকে বলতে শোনা গেল যে, বছরের প্রথম বৃষ্টিতে নাকি পাপ মুক্তি হয়। জানতে চাইলে সাহিত্যিক হুমায়ুন আহমদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, হুমায়ুন নাকি তার বইতে লিখেছেন এমন কথা।

রিকশাযোগে রাজধানীর বাংলামোটর হয়ে মগবাজার ফিরছিলেন শামীম ও তার এক বন্ধু। রিকশা চালক রিকশার হুড় উঠাতে গেলে তাদের একজন বলে ওঠে, ‘মামা, বৃষ্টিতে ভালোই লাগছে। ওটা ওঠাতে হবে না। হালকা ভিজলে কিছু হবে না।’

আরও খবর

Sponsered content