বাংলাদেশ

আজ ‘রিমেম্বারিং দ্য হিরোস’ কর্মসূচি পালন করবে আন্দোলনকারীরা

  প্রতিনিধি ১ আগস্ট ২০২৪ , ১:২০:০৪ প্রিন্ট সংস্করণ

আজ ‘রিমেম্বারিং দ্য হিরোস’ কর্মসূচি পালন করবে আন্দোলনকারীরা
ছবি: সংগৃহীত

চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত, আহত ও নির্যাতিতদের স্মরণে আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দেশব্যাপী ‘রিমেম্বারিং দ্য হিরোজ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (৩১ জুলাই) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ-সমন্বয়ক রিফাত রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী বর্বরোচিত হামলা চালিয়েছে এবং ‘জাতি গড়ার কারিগর’ শিক্ষকদের উপর হামলা চালানো হয়েছে বলে উল্লেখ বলা হয়। এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি ঘোষণা করছে।

কর্মসূচি পালনে করণীয় নিয়ে বলা হয়, কর্মসূচিতে ১। নির্যাতনে স্মৃতিচারণ করা হবে, ২। শহিদ ও আহতদের পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ, ৩। চিত্রাঙ্কন/গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোট্রেট তৈরি প্রভৃতি, ৪। ক্যাম্পাস ও এলাকাভিত্তিক শিক্ষক-ছাত্র-জনতা জমায়েত হয়ে গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানানো এবং সাংস্কৃতিক আয়োজন (মৌন মিছিল/ মশাল মিছিল /পথনাটক/মঞ্চনাটক/প্রতিবাদী গানের আসর/মাইম) ইত্যাদি কর্মসূচি আয়োজন করা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের বিষয়ে বলা হয়, শহিদদের স্মরণে ওপরের যেকোনো কন্টেন্ট/লেখা লিখে নিম্নোক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইনে ও অফলাইনে প্রচার করা। #JulyMassacre ও #RememberingOurHeroes.

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সকল শ্রেণি পেশার মানুষের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

আরও খবর

Sponsered content