দেশজুড়ে

আটোয়ারীতে  ঈদ উপহার সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ২৩ মে ২০২০ , ৭:২৯:১৮ প্রিন্ট সংস্করণ

আটোয়ারী (প গড়) প্রতিনিধি : প গড়ের আটোয়ারীতে জেলা পুলিশের পক্ষ থেকে  ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। চলমান করোনা দুর্যোগে পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সামাজিক দূরত্ব মেনে শনিবার সকালে আটোয়ারী থানা চত্বরে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। আটোয়ারী থানার এস.আই মো. শাহীনুর ইসলাম সিদ্দিকীর স ালনায় বিতরণ অনুষ্ঠানে সবিধাভোগীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী’র পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন এবং ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা। এসময় থানার অন্যান্য অফিসারগণ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। চলমান করোনা দুর্যোগে প্রত্যেক ইউনিয়ন হতে কর্মহীন হয়ে পড়া শতাধিক অসহায় ব্যাটারী চালিত ভ্যান চালক ও অটো চালকের তালিকা তৈরি করে ঈদ উপহার প্রদান করা হয়। ঈদ উপহার সামগ্রীর প্রতি প্যাকেজে ছিল চাল পাঁচ কেজি, ডাল এক কেজি, চিনি এক কেজি, সেমাই এক কেজি এবং তেল এক লিটার। 
 

আরও খবর

Sponsered content