প্রতিনিধি ১৪ মে ২০২০ , ৯:১৫:৩০ প্রিন্ট সংস্করণ
আটোয়ারী(প গড়) প্রতিনিধি : বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় প গড়ের আটোয়ারী উপজেলায় করোনা দুর্যোগ মহুর্তে ৫৯জন গ্রাম পুলিশকে উৎসাহ ভাতা প্রদান করা হয়। ইউএনডিপি ও ইউরোপিয় ইউনিয়নের আর্থিক কারিগরি সহযোগিতায় এবং বাস্তবায়নে সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) উপজেলার ৬ ইউনিয়নে ৫৯ জন গ্রাম পুলিশকে প্রত্যেককে ৬০০/- টাকা হারে করোনা দুর্যোগে উৎসাহ ভাতা প্রদান করেন। গ্রাম আদালতের প গড় জেলা সমন্বয়কারী মো. রাজিউর রহমান রাজু উপস্থিত থেকে বৃহস্পতিবার সকালে ধামোর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল উৎসব ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। জেলা সমন্বয়কারী বলেন,গ্রাম আদালত অল্প খরচে স্বল্প সময়ে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ গ্রামেই নিষ্পত্তি করে থাকে। এতে জনপ্রতিনিধি সহ গ্রাম পুলিশদের ভুমিকা প্রশংসনীয়। তাই করোনা দুর্যোগে গ্রাম আদালত প্রকল্পের মাধ্যমে সামান্য আর্থিক সহযোগিতা গ্রাম পুলিশদের কাজে উৎসাহ যোগাবে আশা করি।