রংপুর

আটোয়ারীতে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২১ , ৪:৪৫:৪৩ প্রিন্ট সংস্করণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অফিস প্রধান ও অফিস সহকারীদের কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র সহায়তায়, মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা স্থায়ী কমিটির বাস্তবায়নে এবং উপজেলা পরিষদের আয়োজনে সোমবার সকালে উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের ৩য় তলায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। উপজেলা আইসিটি অফিসার মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোবারক হুসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. হুমায়ুন কবীর ও মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভা:প্রা:) কাজী ফজলে বারী সুজা। এসময় অন্যদের মধ্যে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহেদুল ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content