রংপুর

আটোয়ারীতে দুর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২০ , ৬:৩৬:৩০ প্রিন্ট সংস্করণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা কেন্দ্রীয় দুর্গা মন্দির নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে মন্দির প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. আনোয়ার সাদাত স¤্রাট। পরে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মনোজ রায় হিরু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দির উন্নয়নের আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান, জেলা পরিষদ সদস্য মো. মাজেদুর রহমান বকুল ও মোছা. লুৎফা বেগম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীন, রাধারনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহেদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি কল্যাণ কুমার ঘোষ।

আরও খবর

Sponsered content