প্রতিনিধি ২১ নভেম্বর ২০২০ , ৫:৪৬:০২ প্রিন্ট সংস্করণ
আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক সেবা সংঘের আয়োজনে শনিবার সকালে কর্মসূচির শুরুতে কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও সশস্ত্র পতাকা উত্তোলন করা হয়। পরে সশস্ত্র বাহিনী দিবসের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মো. তমিজ উদ্দীন। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. তাহেরুল ইসলাম, অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. রেজাউল ইসলাম, মো. আব্দুল আলী (সাকি), মো. আমিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল ইদ্রিস আলী প্রমুখ।