চট্টগ্রাম

আত্মগোপনে থাকা ইকবাল হত্যা মামলার আসামী গ্রেপ্তার

  প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৩ , ৬:৫৩:১২ প্রিন্ট সংস্করণ

আত্মগোপনে থাকা ইকবাল হত্যা মামলার আসামী গ্রেপ্তার

আত্মগোপনে থাকা দীর্ঘ ২৯ বছর পর চট্টগ্রামের রাউজানে আলোচিত ইকবাল হত্যা মামলার পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক নয়টার সময় র‌্যাব-৭ এর একটি ইউনিট উপজেলার গরীব উল্লাহ পাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি আবু বক্করকে গ্রেফতার করে। আবু বক্কর (৪৮) ওই এলাকার মৃত মাহবুব আলমের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, পারিবারিক বিরোধের জেরে ১৯৯৪ সালে মোঃ ইকবাল হত্যার শিকার হয়। এই ঘটিনায় তার পরিবারের পক্ষ থেকে আবু বক্করকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। কিন্তু বিশেষ গোয়ান্দা নজরদারীতে থাকা সত্বেও আসামী আবু বক্কর দীর্ঘ ২৯ বছর যাবত দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন।

রবিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি পলাতক আসামী আবু বক্কর রাউজান থানার গরীব উল্লাহ পাড়ার নিজ বাসায় অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আবু বক্করকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আবু বক্করকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার।

আরও খবর

Sponsered content