ঢাকা

‘আত্মহত্যা’ করা সেই দিনমজুরের পরিবারের পাশে বিএনপি

  প্রতিনিধি ৬ জুলাই ২০২১ , ৫:১৯:৫৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

মুন্সীগঞ্জের মুক্তারপুরে আত্মহত্যা করা দিনমজুর দ্বীন ইসলামের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তার পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

লকডাউনের কারণে সন্তানদের মুখে খাবার না দিতে পেরে গত রোববার আত্মহত্যা করেন কর্মহীন দিনমজুর দ্বীন ইসলাম।

মঙ্গলবার সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের পক্ষে সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা দ্বীন ইসলামের স্ত্রীর হাতে এ সহায়তা দেন। এ সময় তারা নিহত পরিবারকে সমবেদনা জানান এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

আরও খবর

Sponsered content