প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২০ , ৪:৪৪:৩১ প্রিন্ট সংস্করণ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মাস্ক বিতরণ করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতের সার্বিক তত্ত¡াবধানে আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মহিত তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে এগুলো বিতরণ করা হয়। রবিবার উপজেলার কালাইকুঁড়ি গ্রামের জি এম এ্যাকোয়া কালচার লি: এর প্রাঙ্গনে আদমদীঘি উপজেলা ৬টি ইউনিয়ন ও ১টি পৌর সভার নেতা-কর্মীদের ম্যাধমে সাধারণ মানুষের মাঝে ১০ হাজার মাস্ক বিতরণ করেন আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, তালোড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল জলিল মন্ডল, আদমদীঘি উপজেলা বিএনপির নেতা বুলবুল ফারুক, গোলাম মোস্তফা, ইউনুস আলী দুলাল, শ্রমিকদল নেতা কাররুল হাসান মধু, শহিদুল ইসলাম, বিএনপির নেতা ইকবাল হোসেন প্রমুখ।