রাজশাহী

আদমদীঘিতে মাস্ক বিতরণ

  প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২০ , ৪:৪৪:৩১ প্রিন্ট সংস্করণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মাস্ক বিতরণ করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতের সার্বিক তত্ত¡াবধানে আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মহিত তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে এগুলো বিতরণ করা হয়। রবিবার উপজেলার কালাইকুঁড়ি গ্রামের জি এম এ্যাকোয়া কালচার লি: এর প্রাঙ্গনে আদমদীঘি উপজেলা ৬টি ইউনিয়ন ও ১টি পৌর সভার নেতা-কর্মীদের ম্যাধমে সাধারণ মানুষের মাঝে ১০ হাজার মাস্ক বিতরণ করেন আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, তালোড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল জলিল মন্ডল, আদমদীঘি উপজেলা বিএনপির নেতা বুলবুল ফারুক, গোলাম মোস্তফা, ইউনুস আলী দুলাল, শ্রমিকদল নেতা কাররুল হাসান মধু, শহিদুল ইসলাম, বিএনপির নেতা ইকবাল হোসেন প্রমুখ।

আরও খবর

Sponsered content