প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৪ , ৩:৩৪:১২ প্রিন্ট সংস্করণ
রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে আদালতের নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার পর ডিবি কার্যালয় থেকে তাদেরকে নিয়ে আদালতের উদ্দেশে রওয়ানা দেওয়া হয়েছে।
এর আগে বুধবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাদের রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।