রাজশাহী

আদিবাসী যুবকের ঘুষবিহীন পুলিশে চাকরি

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২১ , ৭:৪২:১৫ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ‘মুই জীবনে কষ্টের তনকে অনেক কাদুছু কিন্তক আজ মুই কাদনু ছলের চাকরির আনন্দে।’ বিনা টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সজল খালকোর মা জুলিয়া এক্কা এ কথা বলেন।

অন্যের বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে ছেলেকে পড়ালেখা করান বাবা-মা। বসবাস করার জন্য নিজেদের জমিজমা না থাকায় সরকারি আশ্রয় প্রকল্পর গুচ্ছ গ্রামে থাকেন।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গুচ্ছগ্রামে বসবাস করেন সজলের পরিবার। একই গ্রামের স্বপ্ন মালোর ছেলে সুশান্ত নামের আর এক আদিবাসী ছেলেরও পুলিশে চাকরি পেয়েছেন। পুলিশের গর্বিত সদস্য হতে পেরে দেশের জন্য জীবন উৎসর্গ করব বলে জানান আদিবাসী সন্তান সজল খালকো।

ছোটবেলা থেকেই গল্প শুনেছি টাকা ছাড়া পুলিশে চাকরি হয় না। টাকা ছাড়াও যে চাকরি হয় পুলিশের চাকরি পেয়ে এমন ভুল ধারণা মিথ্যে বলেও জানান সে।