চট্টগ্রাম

আনন্দ মিছিলে সয়লাব চট্টগ্রাম নগরীর প্রতিটি পথ

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২৪ , ৯:৫৭:৩৭ প্রিন্ট সংস্করণ

আনন্দ মিছিলে সয়লাব চট্টগ্রাম নগরীর প্রতিটি পথ

গণঅভ্যুত্থানে শিক্ষার্থী-জনতার তোপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবরে উল্লাসে ফেটে পড়েছে চট্টগ্রাম বন্দরনগরীর প্রতিটি পথ। চট্টগ্রামের পথে পথে সর্বস্তরের শিক্ষার্থী-জনতা আনন্দ মিছিল করছেন। পাশাপাশি চলছে মিষ্টি বিতরণ।

সোমবার (৫ আগষ্ট) বিকাল ৩টা থেকে নগরীর অলংকার, নয়াবাজার, বড়পোল মোড়, আগ্রাবাদ মোড়, চৌমুহনী, দেওয়ানহাট, মুরাদপুর, জিইসি, ষোলশহর, বহদ্দারহাট, কাজির দেউড়ি, জামালখান, দেওয়ানহাট, চকবাজার রাস্তার মাথা সিইপিজেড ও পতেঙ্গাসহ প্রতিটি অলি-গলিতে এ আনন্দ মিছিল চলছে।

চলছে মিষ্টি বিতরণও। খুব অল্প সময়ের মধ্যেই দোকানের সব মিষ্টি শেষ হয়ে যায়। নগরীর সবচেয়ে বড় জামায়েত হয়েছে নিউমার্কেট চত্বরে। সেখানে বিজয় উল্লাসের পাশাপাশি চলছে মিষ্টি বিতরণ।

এদিকে কাজির দেউরি’তে ভাঙচুর হওয়া বিএনপি পার্টি অফিসে সর্বস্তরের নেতা-কর্মিদের মিলনমেলা দেখা যায়। এসময় বিজয় উল্লাসে মুখরিত হয়ে উঠে পার্টি অফিস।
বিজয় মিছিল থেকে শহরে আওয়ামী লীগের সকল ব্যানার পেস্টুন সরিয়ে ফেলা হয়।

পুরো শহরজুড়ে মোটরসাকেল মহড়া দিচ্ছে সাধারণ জনতা। এদিকে, নগরী ছাড়াও চট্টগ্রামের প্রতিটি উপজেলায় ও ইউনিয়নেও চলছে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ।

আরও খবর

Sponsered content