প্রতিনিধি ২৭ জুলাই ২০২০ , ৭:৪২:২৫ প্রিন্ট সংস্করণ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় বাস-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পারভেজ শাহ (২৪) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত ও অপর আরোহী রায়হান শাহ গুরুতর আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে কোরিয়ান ইপিজেড সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী পারভেজ শাহ এবং আহত কায়সার শাহ দুইজনের কেএসআই গার্মেন্টেসের শ্রমিক এবং উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপ ক গ্রামের আনোয়ার শাহ ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে পারভেজ শাহ এবং রায়হান শাহ দুই ভাই মিলে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কোরিয়ান ইপিজেডের কেএসআই গার্মেন্টসে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি ইপিজেড সড়কের চার রাস্তার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কেএসআই গার্মেন্টসের শ্রমিক বহনকারী গাউসে মোক্তার এন্টারপ্রাইজ নামে একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পারভেজ শাহকে মৃত ঘোষণা করেন।