দেশজুড়ে

আনোয়ারায় ২০০ পিস ইয়াবাসহ উদ্ধার ১ জন গ্রেফতার

  প্রতিনিধি ২৩ মে ২০২০ , ৬:৪৩:০১ প্রিন্ট সংস্করণ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধ : আনোয়ারায় ২০০ পিস ইয়াবাসহ আবদুর রহিম ( ২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবদুর রহিম পশ্চিমচাল গ্রামের এয়ার মিয়া সারাং বাড়ির মৃত মোঃ রফিকের পুত্র বলে জানা যায়।

আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী আবদুর রহিমের ঘরে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার প্যান্টের পকেট থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর টেবিল ১০ (ক) মামলা রুজু করা হয়।

আরও খবর

Sponsered content