চট্টগ্রাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ্ কে নিজ গ্রামে সংবর্ধনা

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৪ , ৫:২১:১২ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ্ কে নিজ গ্রামে সংবর্ধনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রসিকিউটর অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ কে তার নিজ এলাকা চট্টগ্রামের বাঁশখালী পৌরসভাস্থ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার দুপুরে তাঁকে মাদরাসার অধ্যক্ষের কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এর আগে নিজ বাড়ীতে সকালে বাঁশখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ, পঙ্গুত্ববরণকারী আহত ছাত্রদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং মতবিনিময় শেষে গুরুতর আহতের চিকিৎসা সহায়তার আশ্বাস দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাও মুহাম্মদ ইসমাইল, উপাধ্যক্ষ মাও এশফাকুর রহমান শওকী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আমির হোসাইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক এস.এ.এম আতাহার ইকবাল, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মাও মুহাম্মদ শহীদুল্লাহ্, সিনিয়র শিক্ষক এমরান বাচ্চু, মোজাম্মেল হক, আরবি প্রভাষক আরমান হাকিম, আইসিটি 

শিক্ষক মো. রবিউল আলম, বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) পেয়ার আহমদ, সাংবাদিক শিব্বির আহমদ রানা।

অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ ছাত্রদের সাথে মতবিনিময়ে তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘ছাত্র জনতার আগস্ট অভ্যুত্থানে দেশ তৃতীয় বারের মতো স্বাধীন হয়েছে। এ স্বাধীনতা রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। নইলে আবারো স্বৈরাচারের উদ্ভব হতে পারে। স্বাধীনতা কেউ বিকিয়ে দেয় না অর্জন করে নিতে হয়। এইযে হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা, এই অর্জন। সেই গণহত্যায় জড়িত শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের কাজে আমাকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এটি অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ। তবুও দায়িত্ব পালনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাবো। আপনারা আমাদের সাথে থাকলে পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। সকলেই দোয়া করবেন আমি যেন সততার সাথে আমার উপর অর্পিত চ্যালেঞ্জিং এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।’ 

সরকারি ছুটিতে গ্রামের বাড়িতে আসলে এ সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা পেশাজীবির মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নতুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর অ্যাড. তারেক আব্দুল্লাহ।

আরও খবর

Sponsered content