রাজশাহী

আপনাদের সহযোগিতায় শিবগঞ্জ থানাকে মাদকমুক্ত করবো : ওসি শিবগঞ্জ

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২০ , ৬:২৭:৩৯ প্রিন্ট সংস্করণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেছেন, আপনাদের সহযোগিতা নিয়ে শিবগঞ্জ থানাকে মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ। তিনি বলেন, এই উপজেলায় বাল্য বিবাহের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অভিভাকরা সচেতন না হলে এই অভিশাপ থেকে বর্তমান সমাজ মুক্তি পাবে না। আপনার ছেলে মেয়েদের কে শিক্ষিত করে গড়ে তুলুন। সরকার শিক্ষা ক্ষেত্রে বই, খাতা এবং উপবৃত্তির সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে। আমি এই থানায় যোগদানের পর থেকে মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত ভাবে অভিযান পরিচালনা আসছি গতকাল সৈয়দপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, পুলিশ পরির্শদক (অপারেশন) হরিদাস মন্ডল, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ সনাতন চক্রবর্তী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দৌলাতুজ্জামান, জাহাঙ্গীর আলম জুয়েল, মহতাব উদ্দিন, ইউপি সচিব মামুনুর রহমান, শফিকুল ইসলাম, ইউপি সদস্য রেজাদুল হোসেন, আলমগীর হোসেন, আ: রাজ্জাক প্রমুখ।

আরও খবর

Sponsered content