বাংলাদেশ

আবরার হত্যা মামলায় আনিসুল হকসহ ৫ জনের জামিন

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২০ , ১২:১৫:৫৮ প্রিন্ট সংস্করণ

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় দৈনিক প্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলো’র সম্পাদক ও লেখক আনিসুল হকসহ পাঁচজনের জামিন দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এ জামিন আদেশ দেয়া হয়।
এর আগে গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছিলেন।
মামলায় অন্য আসামিরা হলেন- কবির বকুল, শুভাশিষ প্রামাণিক শুভ, মুহিতুল আলম পাভেল ও শাহ পরান তুষার। এ সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ২০ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন আদালত।
গত ১ নভেম্বর বিকেলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নাইমুল আবরার। এ ঘটনায় শুরু থেকেই আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে আসছে শিক্ষার্থীরা।

আরও খবর

Sponsered content