সিলেট

আব্দুস শহীদ এমপির করোনা রিপোর্ট নেগেটিভ

  প্রতিনিধি ২৫ জুন ২০২০ , ৯:২৫:২২ প্রিন্ট সংস্করণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির করোনা জয়।

তিনি গত ১৪ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। আরও উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে উনাকে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার ২৫ জুন সকাল ১১টায় আব্দুস শহীদ এমপির ব্যক্তিগত সহকারী ইমাম হোসেন সোহেল এমপির করোনা ভাইরাসের প্রথম ফলোআপ রিপোর্ট নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেন।

ইমাম হোসেন সোহেল বলেন তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। এখনো তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে আছেন। মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নেয়ার পর ছাড়পত্র দেয়া হলে তাকে বাসায় নিয়ে আসা হবে।

আরও খবর

Sponsered content