দেশজুড়ে

আমতলীতে খুদে বিজ্ঞানির আবির্ভাব ঘটেছে

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৫ , ৭:২৪:০১ প্রিন্ট সংস্করণ

আমতলীতে খুদে বিজ্ঞানির আবির্ভাব ঘটেছে

বরগুনার আমতলীতে  গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সওকত ইসলাম সিফাত নিজ উদ্যোগে দুইটি যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা রাডার, মিসাইল এবং যুদ্ধজাহাজ তৈরি করেছে। তার এই বৈজ্ঞানিক উদ্যোগে  মুগ্ধ  হয়ে স্থানীয়রা দেশের জন্য কাজ করার এক নজির বিহীন ক্ষুদে বিজ্ঞানী পেয়েছেন। 

ক্ষুদে বিজ্ঞানী সিফাত উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর রাওগা গ্রামের কৃষক মো. বশির প্যাদা ও চম্পা আক্তারের ছেলে। সিফাত ছোটবেলা থেকেই উদ্ভাবনী কাজে আগ্রহী। ২০২৫ সালে গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পর থেকেই সে বিভিন্ন প্রযুক্তিনির্ভর আবিষ্কারে মনোযোগ দেয়।

দীর্ঘ তিন মাস পরিশ্রম করে প্রথমে রাশিয়ার তৈরি মিগ–২৯ মডেলের যুদ্ধবিমান তৈরি করে সিফাত। পরে দুই মাসের প্রচেষ্টায় আমেরিকার এফ–২২ মডেলের যুদ্ধবিমান তৈরি করে। এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাডার, মিসাইল ও যুদ্ধজাহাজও সফলভাবে নির্মাণ করেছে। সিফাতের তৈরি বিমান রিমোট কন্ট্রোলের মাধ্যমে উড়ানো যায়, যুদ্ধজাহাজ পানিতে চলে, রাডার ও মিসাইল সক্রিয়ভাবে কাজ করে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সিফাত বলেন, “টিফিনের টাকা জমিয়ে এবং প্রতিবেশীদের সহায়তায় এসব বানিয়েছি। প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। সরকার বা কোনো প্রতিষ্ঠান যদি আমাকে সহযোগিতা করে, তাহলে আরও বড় কিছু আবিষ্কার করতে পারব। সিফাতের বাবা বশির প্যাদা বলেন, “ছেলের প্রতিভা ধরে রাখতে আমরা যতটা পারি সহায়তা করছি, কিন্তু এখন অর্থাভাবে কুলাতে পারছি না। সরকার যদি সাহায্য করে, সে অনেক দূর এগিয়ে যাবে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহীন মাহমুদ বলেন, “সিফাত অত্যন্ত মেধাবী ছাত্র। তার উদ্ভাবনী কাজে বিদ্যালয় থেকে উৎসাহ ও সহায়তা দেওয়া হচ্ছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান জানান, বিষয়টি আমরা জেনেছি। তার এই সৃষ্টিশীল কাজকে এগিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

আরও খবর

Sponsered content