প্রতিনিধি ১৮ আগস্ট ২০২০ , ৭:৫৩:৫৫ প্রিন্ট সংস্করণ
বরগুনা প্রতিনিধি : আমতলীতে কোভিট-১৯ উপসর্গ থাকা রোগীদের নমুনা সংগ্রহের জন্যে একটি সুরক্ষা ইজিবাইক হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার দুপুর ২ টার দিকে আমতলী উপজেলা পরিষদের সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শাহাদাত হোসেন এর হাতে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভিন। হস্তান্তর শেষে ইজিবাইকটি পৌর মেয়র মতিউর রহমান নিজেই চালিয়ে শুভ উদ্বোধন করে। হস্তান্তর কালে উপস্থিত ছিলেন, আমতলী পৌরসভার মেয়র মতিউর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান মৃধা সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ। এই বাইকের মাধ্যমে করোনা উপসর্গ থাকা রোগীদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করতে অনেকটা সুবিধা হবে চিকিৎসকের।