প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৫ , ৩:৪৯:০০ প্রিন্ট সংস্করণ
গাজা উপত্যকায় ইসরাইলের লাগাতার আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধ এবং গাজায় ইসরাইলি হত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আশুলিয়া ফার্মাসিস্ট এন্ড ক্যামিস্টস এসোসিয়েশনের সদস্যরা। মানববন্ধন ও বিক্ষোভের মূল লক্ষ্য ছিল-ইসরাইলি পণ্য বর্জনের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করা।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের নরসিংহপুর বাসস্ট্যান্ডে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।
সংগঠনটির সভাপতি মো: শরীফুল ইসলাম পাঠানের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম (সার্জেন্ট অব:) ও সদস্য সচিব এমএ হাসান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনটির সভাপতি শরীফুল ইসলাম পাঠান বলেন, তোমার টাকায় যেন না হয় গাজায় বোমা ফেলার কারণ, ইসরাইলি পণ্য মানে গাজায় রক্ত, আমাদের টাকায় আর চলবে না হত্যাযজ্ঞ। কিছু আন্তর্জাতিক কোমল পানীয় কোম্পানি যেমন কোকাকোলা, স্প্রাইট, সেভেন আপ ইসরাইলেও ব্যবসা করে এবং তাদের লাভের অংশ ইসরাইলি আগ্রাসনে ব্যয় হয়। তাই দেশীয় কোম্পানিগুলোর উচিত দোকানদারদের প্রণোদনা দিয়ে এ পণ্যগুলোর বিকল্প তৈরি ও জনপ্রিয় করা। আমরা মুসলমান হিসেবে ইজরাইলের পণ্য ব্যবহার বন্ধ করা হোক। তিনি আরও বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা আদায় না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ চলবে।