দেশজুড়ে

আমি দলের কর্মীদের জন্য কাজ করে যাব : শেখ শিফাতুল ইসলাম জনি

  প্রতিনিধি ১৩ মে ২০২৫ , ৪:১৪:৪৬ প্রিন্ট সংস্করণ

আমি দলের কর্মীদের জন্য কাজ করে যাব : শেখ শিফাতুল ইসলাম জনি

জুলাই গণঅভ্যুত্থানের পর সারা দেশের মত সিরাজদিখানে ঘটে যাওয়া বেশ কিছু বিতর্কিত কর্মকান্ডে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন যুবদলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে অস্বীকার করছেন সংগঠনটির আহকব্বায়ক কমিটির সদস্য শেখ শিফাতুল ইসলাম জনি।

আজ মঙ্গলবার সকালে রশুনিয়া একটি সামাজিক অনুষ্ঠানে তিনি বলেন ,আমি স্বচ্ছতার সঙ্গে কাজ করছি। তবে যুবদলের নাম ভাঙিয়ে এক পক্ষ অন্যরাও অপকর্ম করছেন বলে জানিয়েছেন তিনি। বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে আমার বিরুদ্ধে অপপ্রচারও হচ্ছে। দলীয় শৃংখলা রক্ষায় সারা দেশের আমরা লোকজন নেতাকর্মীদের মনিটরিংয়ে রাখা হয়েছে। অসংগতি পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিরাজদিখানের লমুনিয়ায় আমাকে আস্থার জায়গায় রেখেছে বলেও দাবি করেন সিরাজদিখান উপজেলা যুবদলের আহব্বায়ক কমিটির সদস্য শেখ শিফাতুল ইসলাম জনি।

সম্প্রতি চলমান রাজনীতি, নির্বাচন, যুবসমাজ নিয়ে চিন্তা ও আগামীর সিরাজদিখানসহ সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন বিভিন্ন পত্রিকার সিনিয়র সাংবাদিকদেরকে বাংলাদেশের সামগ্রিক অবস্থা থেকে উত্তরণের জন্য নির্বাচন খুবই জরুরি এাঁ তুলেধরেন। নির্বাচন মানুষের গণতান্ত্রিক অধিকার। নির্বাচিত সরকারের যে দায়বদ্ধতা থাকে, তা অন্য কোনো সরকারের থাকে না। সেই জায়গা থেকে যুবদলের আকাংক্ষা একটি গণতান্ত্রিক সরকার যা তৃনমূল রশুনয়িয়া ইউনিয়ন থেকে ধ্বনিত হবে। এই গণতান্ত্রিক সরকার গঠনে যুবদল নেতৃত্ব দেবে। গণতান্ত্রিক রাজনীতিতে যুবসমাজ যে ভূমিকা রাখে, আগামী দিনে আমরা সেভাবেই সিরাজদিখান রশুনিয়া ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ।

আওয়ামী লীগের শাসনামলে অত্যাচার-নির্যাতনের বিভিন্ন মামলার কারণে সম্মেলন করার মতো পরিস্থিতি ছিল না। তারপরও আমরা ভোটাভুটির মাধ্যমে আহব্বায়ক কমিটি গঠন করেছি। আজকে আবার গণতন্ত্র উত্তরণে আমাদেও কাজ করার জায়গায় আরেক ধরনের বাধা আসছে। আগে উন্নয়ন উন্নয়ন বলত, আর তারাই এখন বলছে সংস্কার সংস্কার। মানে নির্বাচনকে পাশ কাটানোর চেষ্টা করছে একটি পক্ষ।

সবার আগে বাংলাদেশ। উন্নত বাংলাদেশ চাই, সিরাজদিখান রশুনিয়া ইউনিয়নের যোগ্য নেতৃত্ব চাই, সঠিক নেতৃত্ব চাই। আমি মনে করি, ডিসেম্বররের মধ্যে নির্বাচন নিয়ে আর কালবিলম্ব করার সুযোগ নাই। কারণ জনগণের অধিকারকে খর্ব করা যাবে না। ভোটের অধিকারের জন্য আমরা জেল-জুলুম-হুলিয়া-নির্যাতন মাথা পেতে নিয়েছি। সংস্কার করবেন, করেন। সংস্কার চলমান প্রক্রিয়া। সংস্কারের সঙ্গে নির্বাচনকে কেন সাংঘর্ষিক করছেন। সংস্কারও চলবে, নির্বাচনও হবে। নির্বাচনকে কেন ভয় পাচ্ছেন ?

শেখ শিফাতুল ইসলাম জনি এর আগে দায়িত্ব পালন করেছেন যুবদলের সহ সম্পাদক হিসেবে। সিরাজদিখান রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাও জন্ম নেওয়া শেখ শিফাতুল ইসলাম জনি ২০০১ সালে ছাত্রদলে যুক্ত হয়ে রাজনীতির পথচলা শুরু করেন। ২০১২ সাল থেকে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

আরও খবর

Sponsered content