প্রতিনিধি ৩ জুলাই ২০২৩ , ৮:০৯:৩৩ প্রিন্ট সংস্করণ
ডেস্ক রিপোর্টঃ
পবিত্র ঈদুল আযহার উপলক্ষে (২০২৩) ইং সালে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিস কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ১২ টি ইউনিয়নের দরিদ্র ও বঞ্চিত পরিবারের মাঝে ১৯ টি গরু কোরবানির গোস্ত প্রায় ১১৪০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে । এ উপলক্ষে গরীব পরিবারের মধ্যে গোস্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আক্তার হোসেন। এছাড়াও যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোহাম্মদ মাসুদ ও প্রতিনিধিগণ, নির্বাচিত জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকারি প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
যাকাত ফাউন্ডেশন কর্তৃক গরীব বঞ্চিত মানুষের মধ্যে কুরবানীর গোস্ত বিতরণে সকল মহলে প্রশংসিত হয়েছে।