চট্টগ্রাম

আরও পাঁচ মামলার আসামী নদভী

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৫ , ৭:৫১:০৫ প্রিন্ট সংস্করণ

আরও পাঁচ মামলার আসামী নদভী

চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া থানায় দায়ের হওয়া পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সংসদ সদস্য (এমপি) আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভীকে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা পুলিশের প্রসিকিউশন শাখার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, নদভীকে আদালতে হাজির করা হয়েছে। তাকে সাতকানিয়ার দুটি এবং লোহাগাড়ার তিনটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন।

এর আগে, গত ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে আবু রেজা নদভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যাকান্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আরও খবর

Sponsered content