দেশজুড়ে

আরপিএমপির এক বছরে কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২০ , ৪:০৮:৩৫ প্রিন্ট সংস্করণ

রংপুর প্রতিনিধি:

এক বছরে মাদক বিরোধী অভিযানে প্রায় কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর অপরাধ বিভাগ (আরপিএমপি)। এর বিপরীতে মামলা হয়েছে ৬৪১টি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ইয়াবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, বিদেশি মদ, স্প্রিট, ওয়াস ও চোলাই মদ রয়েছে। এসব মাদকদ্রব্য গত বছরের ১ সেপ্টেম্বর হতে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন অভিযানে উদ্ধার হয়। এসব তথ্য জানা যায়- আরপিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ্ কাওছার সূত্রে।

তিনি জানান, মেট্রোপলিটন পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে। একই সাথে মাদক ও ভেজাল বিরোধী অভিযানসহ বিভিন্ন অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের আগস্ট পর্যন্ত মেট্রোর ছয়টি থানা ও গোয়েন্দা পুলিশ ১ কোটি ৯ লাখ ৯৪ হাজার ২’শ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মধ্যে- ৩৩ লাখ ৫৪ হাজার ৯’শ টাকার ইয়াবা, ৩৪ লাখ ৬৪ হাজার ২’শ টাকার গাঁজা, ১৪ লাখ ৬২ হাজার ৬’শ টাকার ওয়াস, ১৩ লাখ ৫৫ হাজার টাকার হিরোইন, ৭ লাখ ৯০ হাজার টাকার ফেন্সিডিল, ৩ লাখ ৭০ হাজার টাকার স্প্রিট, ১ লাখ ৩৪ হাজার ৫’শ টাকার চোলাই মদ এবং ৬৩ হাজার টাকার বিদেশি মদ রয়েছে। তিনি জানান, গত এক বছরে ১১ হাজার ১৮৩ পিস ইয়াবা, প্রায় ৩৫৬ কেজি গাঁজা, প্রায় ১৯৬.৯২ গ্রাম হিরোইন, ৭৯০ বোতল ফেন্সিডিল, ২৬৯ লিটার চোলাই মদ, ১৮৫ লিটার স্প্রিট, ৫ হাজার ৩’শ লিটার ওয়াস এবং ১৪ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।

আরও খবর

Sponsered content