প্রতিনিধি ১৪ মে ২০২০ , ৪:৫১:৪৫ প্রিন্ট সংস্করণ
মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর) : আর্ত–মানবতার সেবায় অন্যতম ভূমিকা রাখছেন বকশীগঞ্জের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার। “মানুষ মানুষের জন্য” এই মূল মন্ত্রটিকে বুকে ধারণ করে মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে আসছেন তিনি।
করোনা ভাইরাসের সংক্রমনের এই ক্রান্তিলগ্নে সমাজ ও বকশীগঞ্জ উপজেলার হত দরিদ্র মানুষের কল্যাণে তার এই অগ্রনী ভূমিকা এগিয়ে যাক এটাই সৃষ্টিশীল মানুষের এবং বকশীগঞ্জের সাধারণ মানুষের প্রত্যাশা। মানবতার সেবায় নিজ স্বকীয়তায় মানুষের মনের মনিকোঠা জুড়ে বিরাজ করছে আ.স.ম জামশেদ খোন্দকার নামটি। তার নিজস্ব ও সরকারি অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ, সচেতনা মূলক কার্যক্রম এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।
করোনার প্রার্দুভাবে বকশীগঞ্জের গৃহবন্ধি গরীব অসহায় মানুষের মাঝে বাড়ী বাড়ী তার ত্রাণ সামগ্রী বিতরণের ভূমিকা অবিস্মরণীয়।
আ.স.ম জামশেদ খোন্দকার বলেন, নিজের প্রচারনা করার জন্য নয় এবং নিজেকে এই দেশের নামি–দামি ব্যক্তিত্ব হিসেবে নিজেকে উন্মোচন করার জন্য নয়। আমি চেষ্টা করছি এ উপজেলার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। পাশাপাশি মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে। যাতে করে সকলের মধ্যে থাকা আত্ম–বিবেক জাগ্রত হয়ে আমরা সবাই সবার হতে পারি এবং সবাই সবার জন্য কাজ করতে পারি। আমার দায়বদ্ধতার কথা বিবেচনায় রেখেই আমি আর্ত–মানবতার সেবায় কাজ করে যাচ্ছি এবং যাব। আর্ত–মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের সার্থকতা। জীবনের উদ্দেশ্য শুধু নিজের সফলতা, নিজেকে সুখী করা নয় বরং প্রত্যেক মানুষের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত অন্যের সফলতার কাজে, দেশ ও সমাজের উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত করে নিজের সফলতাকে অনুধাবন করা।